lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-09T16:37:44Z
ব্রেকিং নিউজ

ডোমারে ৮ম কাব ক্যাম্পুরী সফলভাবে বাস্তবায়নের লক্ষে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার চেক হস্তান্তর

Advertisement


 

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ স্কাউটসের আয়োজনে গত ২০২৪ সালের ৭-১০ই মার্চ অনুষ্ঠিত ৮ম কাব ক্যাম্পুরী সফলভাবে সম্পন্ন করায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক কাব  ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার চেক উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ হাতে হস্তান্তর করা হয়েছে।



বুধবার (৯ই এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলম বিপিএএ কাছে হাতে আনুষ্ঠানিকভাবে এই চেকটি হস্তান্তর করেন স্কাউটসের নেতৃবৃন্দরা।



চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি কোহিনূর ইসলাম, নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার শাফিউল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি শ্রী বিনয় রায়, শালকী মুক্ত মহাদলের সভাপতি ও সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, উপজেলা সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কার্য নির্বাহী সদস্য মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য্য প্রমুখ।


বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানা যায়, উপজেলা স্কাউটসের বাস্তবায়নে গত ২০২৪ সালের ৭-১০ই মার্চ অনুষ্ঠিত কাব ক্যাম্পুরী সফলভাবে সম্পন্ন করায় রূপালী ব্যাংকের মাধ্যমে উপজেলা স্কাউটসকে বাস্তবায়ন বাবদ ২ লাখ ৫৫ হাজার টাকার চেক প্রদান করেন।


 


এবিষয়ে উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশীদ বলেন, গতবছর সফলভাবে উপজেলা কাব ক্যাম্পুরী সম্পন্ন করায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক আমাদেরকে সম্মানিত করা হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলম বিপিএএ স্যারের অনবদ্য কৃতিত্বে কাব ক্যাম্পুরীটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় তাকে ও বাংলাদেশ স্কাউটস কর্তৃক আর্থিক সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে ডোমার উপজেলা স্কাউটসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।