lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-21T09:34:25Z
মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

Advertisement


 


রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টারঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সভাপতি রেদওয়ান রাফাত, সাধারণ সম্পাদক রোজি আক্তার, সাংগঠনিক সম্পাদক মনিকা আক্তার, দপ্তর সম্পাদক জয়ন্ত রায় সহ অন্যান্যরা।


এতে জেলার কয়েকটি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।


ঘন্টা ব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।