lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-15T10:08:50Z
ব্রেকিং নিউজ

আটোয়ারীতে দেড় শতাধিক চাল কুমড়ো'র গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Advertisement


 



সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে শত্রুতার জেরে এক কৃষকের চাল কুমড়ো'র গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা৷ ঘটনাটি ঘটেছে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রাম। 



মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ছোটদাপ গ্রামের খায়রুল ইসলামের ছেলে ফারুক হোসেনের ২ কাঠা জমির প্রায় দেড় শতাধিক চাল কুমড়ো'র গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এনিয়ে আটোয়ারী থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন কৃষক ফারুক হোসেন। 



অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত চাল কুমড়ো'র মাঠে কাজ করেছেন ফারুক। কাজ শেষ করে বাড়ি ফিরে পুনরায় চাল কুমড়ো'র গাছ গুলো দেখতে যান তিনি। তখনও সব ঠিকঠাক ছিল। কিন্তু সকালে কাজ করতে এসে দেখতে পান যে তার চাল কুমড়ো'র বাগানের মাঝখানে প্রায় দেড় শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। 



কৃষক ফারুক হোসেন জানান, কাল সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে কাজ করেছি। রাতেও একবার পাহারা দিয়ে গেছি। কিন্তু সকালে এসে দেখি কে বা কাহারা আমার চাল কুমড়ো'র প্রায় দেড় শতাধিক গাছ কেটে ফেলেছে। আমি আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। ব্যাংকে ঋণ ও বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে অনেক কষ্ট করে ফসল চাষ করেছিলাম৷ এখন আমার সব নষ্ট হয়ে গেল। 



কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ জানান, ফারুক হোসেন নামে ওই কৃষকের চাল কুমড়ো'র গাছগুলো কেটে ফেলার বিষয়ে আমরা ইতোমধ্যে অবগত হয়েছি। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করে গাছ কেটে ফেলার সত্যতা পেয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।