lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-24T14:55:36Z
আইন ও অপরাধ

ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও দুটি গরু জব্দ

Advertisement


 


মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা   প্রতিনিধি :

 শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ৪৯৭পিস  মদ ও দুটি গরু জব্দ করেছে তাওয়াকুচা বিওপি। বৃহস্পতিবার (২৪এপ্রিল) ভোরে উপজেলার ছোট গজনী এলাকা  থেকে মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি ভারতীয় গাভী উদ্ধার করা হয়।


ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিওপি'র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবি'র দুটি টহলদল পৃথক অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে ভারতীয় ৪৯৭পিস মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়। এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারি পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মুল্য ৭লাখ ৪৫হাজার ৫শত টাকা এবং দুটি গরুর মুল্য ২লাখ ২০ হাজার টাকা।


এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার।