Advertisement
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পূর্বপাশের আউটার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ এপ্রিল) দুপুরে। নিহতের নাম দীনেশ চন্দ্র সরকার ওরফে কালা ডাক্তার (৬০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট বারইকোনা এলাকার মৃত যোগেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি উপজেলার ৪ নম্বর আপার কাগাবলা ইউনিয়নের কাগাবলা বাজারের ফার্মেসী ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্র জানায়, শনিবার (২৬ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পূর্বপাশের ভানুগাছ রোডস্থ রেলগেট এলাকায় সিলেট থেকে চটবটগ্রামগামী যাত্রীবাহী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পল্লী চিকিৎসক দীনেশ চন্দ্র সরকার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসে। মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারনে লোকটি হাসপাতালে আনার আগেই মারা যান।’
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ধাক্কায় দীনেশ চন্দ্র সরকারের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মোবাইল ফোন থেকে আমরা তার পরিচয় নিশ্চিত হয়েছি। নিহতের পরিবারের লোকজন থানায় এসেছেন। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরহেদ আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।