Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
শত্রুতার জেরে প্রতিনিয়ত রাতের আধারে রোপনকৃত গাছ কর্তন করছে অজ্ঞাত একটি চক্র। গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৭ নং পবনাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব গোপিনাথপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, ৫ এপ্রিল রবিবার দিবাগত রাতে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগী হাজী আব্দুল হালিম জানায়, আমার এই গাছের বাগানটিতে শুরু থেকে এই কাজ হচ্ছে, রাতের আধারে এই নিয়ে তিন বার গাছে কেটেছে। প্রথমে আমি একটা ফকিরহাট ফাঁড়ি থানায় জিডি করেছে। তদন্ত হয়েছে কিন্ত অপরাধী চিহ্নিত হয়নি। এরপরে আবারও একই কাজ করছে। আমার দু'বাগানে গেলো রাতে ৪ টি ও আমার ভাইয়ের বাগান থেকে ১টি গাছ কেটে কিছু অংশ পাশের অন্যর জমিতে রেখে যায় এবং বাকি অংশ তারা নিয়ে যায়। আমি থানায় অভিযোগ করবো সন্ধ্যায় সেই সাথে এর প্রতিকার চাই এবং দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, কিছু মাস ধরে আমাদের গ্রামে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। জমির লাউ গাছে কেটে রাখা, পিয়াজ তুলে নিয়ে যাওয়া, গাছে কেটে রাখা, মেশিন চুরি করে নিয়ে যাওয়া। এই সব ঘটনা প্রায়ই ঘটছে। কিন্ত আমরা তাদের চিহ্নিত বা ধরতে পারছি না। গ্রামের মানুষ এই বিষয় গুলো নিয়ে খুবই চিন্তিত।
গ্রামের যুবকরা দাবী করেন, আমরা যুবকরা এই অপরাধীদের ধরার চেষ্টা করছি। কয়েকজন কে আমাদের সন্দেহ তাদের চোখে চোখে রাখা হয়েছে। তথ্য প্রমান পাওয়া মাত্র তাদের আইনের হাতে তুলে দিবো। তবে এই কাজ একজন করেনি, এর সাথে কয়েকজন জড়িত আছে।
এদিকে হরিনাবাড়ী ফাঁড়ি থানার এসআই শাহিন বলেন, আমরা ফোনে অভিযোগ শুনেছি, লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।