Advertisement
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল,উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারন সম্পাদক আইয়ুব আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌফিক রেজা, চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান, চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,জেলা সাংবাদিক সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম বাচ্চু,পদ্মা বড়াল থিয়েটার সাধারন সম্পাদক সাজেদুল করিমসহ সরকারী দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন এনজিও প্রতিনিধি,সুশীল সমাজ ও সাংস্কৃতিক সংগঠন সদস্যবৃন্দ।
বক্তারা বলেন পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাংলার পানথা ভাত, ঐতিহ্য লাঠিখেলা,নৃ-গোষ্ঠি নৃত্য পরিবেশন,কুঠির শিল্প,তাঁত শিল্প ও সারা বছরে চারঘাটে ঐতিহ্য কালু পীরের মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান।