lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-09T04:46:33Z
রাজনীতি

মহেশখালীতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণ সমাবেশ অনুষ্ঠিত

Advertisement


 


নুরুল করিম,মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজার জেলা মহেশখালীতে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এক বর্নাঢ্য ঈদ পুনর্মিলনী ও গণ সমাবেশ অনুষ্টিত হয়েছে।


৮ ই এপ্রিল (মঙ্গলবার) বিকালে পৌরসভার বাবু দীঘির দক্ষিণ পার্শ্বের মাঠে এ অনুষ্টানের আয়োজন করা হয়।


জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব, মহেশখালীর সংগঠক মির্জা তারেক এর সভাপতিত্বে ও মিকাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব আরিফ সোহেল।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)'র সদস্য এসএম সুজাউদ্দিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার সদর সংগঠক রবিউল হোসাইন, সংগঠন কক্সবাজার জেলা আসিফ বাপ্পি, মোহাম্মদ জুনায়েদ,

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, মহেশখালীর শহীদ তানভীর এর আব্বা, জাতীয় নাগরিক পার্টির সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার আরমান শাহরিয়ার শুভ, মুজাহিদ বিন আজম, সংগঠক মহেশখালী, গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে মোহাম্মদ নাছির উদ্দিন, সাজ্জাদ, শোয়াইব, কক্সবাজারের সংগঠক এবং তরুণ রাজনীতিবিদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্টলাইনাররা উপস্থিত ছিলেন এবং মহেশখালী সকল শ্রেণীর জনগণ উপস্থিত ছিলেন।


অনুষ্টানে অতিথিরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা গুরুত্ব এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা করেন।