Advertisement
আকন্দ সোহাগ,মাদারগঞ্জ:
দীর্ঘ ৯ বছর পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৫জন কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে চেয়ার পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক গোলাম কিবরিয়া তরফদার বিপ্লব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু ফকির গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১৮ ভোট অপর আরেক প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আলমগীর কবির মাছ প্রতীকে পেয়েছেন ৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সফিউল ইসলাম স্বপন। তিনি মটরসাইকেল প্রতীকে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুবদল নেতা সোবহান ফকির দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২০ ভোট। গতকাল ( ১১ এপ্রিল) জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত কোকো স্মৃতি মিলনায়তনে রাত ১২টায় শুরু হয় ভোটগ্রহণ। এর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ। সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান। এসময় মাদারগঞ্জ উপজেলা,পৌর,ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।