lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-25T12:02:01Z
জাতীয়

তালতলীতে খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার ছোটবাগী ইউনিয়নের উত্তর গেন্ডামারা বিলের খাল খননের দাবীতে কৃষকরা মানববন্ধন করেছে।  শুক্রবার বিলের খাল পাড়ে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এতে শতাধিক কৃষক অংশ নেয়। 


জানাগেছে, তালতলী উপজেলার উত্তর গেন্ডামারা বিলের খাল গত ২০ বছরে খনন না করায় ভরাট হয়ে গেছে। শুকনো মৌসুমী খালের পানি শুকিয়ে যায়। এতে কৃষকরা  বোরো ধান আবাদ করতে পানি পায়না। ফলে তারা বোরো আবাদ করতে পারছে না। এছাড়াও বর্ষার মৌসুমে পানি থাকলেও তা কচুরীপানা ও আগাছায় ভরপুর হয়ে যায়। ফলে কৃষি উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। কৃষকদের কৃষি উৎপাদনের জন‌্য দ্রুত এ খাল খনন করা প্রয়োজন। এ খান খননের দাবীকে শুক্রবার সকালে কৃষকরা মানববন্ধন করেছে। ঘন্টাব‌্যাপী মানববন্ধনে শতাধিক কৃষক অংশ নেয়। 


কৃষক খলিলুর রহমান,  আব্দুল কাদের  ও দেলোয়ার আকন বলেন, খালটি এক সময় এলাকার প্রাণ ছিল, এখন সেটি পরিণত হয়েছে বন্ধ জলাশয়ে। শুকনো মৌসুমে খাল শুকিয়ে যায়। ফলে বোরো ধান আবাদ করতে পারছি না। দ্রুত এ খালটি খননের দাবী জানান তারা।  


কৃষক আব্দুল মজিদ বলেন  , এ খাল খনন না করলে, এলাকার কৃষকরা দুর্ভিক্ষের মুখে পড়বো। এ খাল খননের জন‌্য প্রশাসনের কাছে দাবী জানাই। 

কৃষক মোঃ সুলতান হাওলাদার বলেন, খালে পানি না থাকায় এলাকার শতাধিক কৃষক পানির কষ্টে আছে। এ খাল এখনই খনন করতে হবে। নইলে আমাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। ফলে এলাকার কৃষকদের অফুরান্ত ক্ষতি হবে। যা পোষানো সম্ভব না।  


কৃষক আব্দুল কাদের বলেন , জমিতে পানির অভাবে ফাটল ধরেছে। সেচের পানি ছাড়া চাষ করা অসম্ভব। খালে পানি নাই, তাই জমি সেচ দিতে পারছি না। 

আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ আবু জাফর  বলেন, উত্তর গেন্ডামারা বিলের খাল খনন করা খুবই প্রয়োজন। ওই খালে পানি নেই। ফলে কৃষকরা জমি চাষাবাদ করতে পারছে না 


তালতলী  উপজেলা নিবাহী অফিসার উম্মে সালমা বলেন, জমির সেচের পানি সংঙ্কট সমাধানে  ওই খাল খননের উদ‌্যোগ নেয়া হবে।