lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-11T13:05:50Z
ব্রেকিং নিউজ

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর ঈদ পুনর্মিলনী ও ১৫৬০ তম সভা অনুষ্ঠিত

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

গত ১০ এপ্রিল বৃহস্পতিবার  রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেড এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের ১৫৫০ তম সভা এবং  সেই  সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন ক্লাব পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ আনিসুর রহমান । 

ক্লাব সভার পাশাপাশি  ঈদুল ফিতর পরবর্তী সভা উপলক্ষে  ক্লাবের সকলের ঈদ আনন্দ আলোচনায় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন ক্লাব চার্টার মেম্বার পিডিজি রোটারিয়ান এএফএম আলমগীর, পিএইচএফ বি এমডি। 


উপস্থিত সকল সদস্য এবং  অতিথি তাদের ঈদ আনন্দ সম্পর্কে  বক্তব্য দেন  এবং বলেন এবার ঈদে দীর্ঘদিন ছুটি থাকায় সকলে পরিবার পরিজন নিয়ে অনেক সুন্দর ভাবে ঈদ পালন হয়েছে।


আলোচনা পরবর্তীতে ক্লাব চার্টার মেম্বার পিডিজি রোটারিয়ান এএফএম আলমগীর, দুইজন নতুন সদস্য মোঃ আব্দুল আজিজ ও মোঃ ওমর ফারুককে রোটারি পিন পরিয়ে ক্লাবের সদস্য হিসেবে ইনডাকশন করান।


সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা ইস্ট এর চার্টার মেম্বার ও পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান  এস এম হোসাইন শাহি, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এএফ কল্লোল, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনিরুল হক, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আখতার জাহান, আইপিপি রোটারিয়ান মোহাম্মদ মামুনুর রশীদ, ক্লাব ফাস্ট লেডি মোছাঃ তাহমিনা পারভীন। 


রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম বলেন, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।

বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা কোর্স অধ্যায়নরত একজন শিক্ষার্থীর সমস্ত আর্থিক সহায়তা, পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ  শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য  রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে। এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে।


আলোচনা পরবর্তীতে  রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট এএফ কল্লোল মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন। 

ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সালেক সাব্বির আহমেদ এর অনুপস্থিতিতে আইপিপি রোটারিয়ান মোঃ মামুনুর রশীদ  পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি  ঘোষণা করেন।