lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-15T12:38:12Z
মানববন্ধন

দেবীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Advertisement


 

 সজীব আহাম্মেদ,দেবীগঞ্জ (পঞ্চগড়):

পঞ্চগড়ের দেবীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক আজকের বসুন্ধরা’ পত্রিকার উপজেলা প্রতিনিধি লালন সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।


মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বর সংলগ্ন এশিয়ান মহাসড়কে "দেবীগঞ্জের সর্বস্তরের সাধারণ নাগরিক" ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে আশ্রয়ন প্রকল্পের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


মানবন্ধনে সাংবাদিক লালন সরকার বলেন, একই নারীর ভিডিও একাধিক ব্যক্তি ফেসবুকে পোস্ট করলেও মামলা হয়েছে শুধু আমার বিরুদ্ধে। ইউপি সদস্যের মামলার ঘটনাও প্রায় দুই মাস আগের। এতদিন পরে মামলা দায়ের করাটা এই মামলাগুলোর উদ্দেশ্যপ্রণোদিততারই প্রমাণ।


মামলার আরেক আসামি শাকিল ইসলাম বলেন, আমি এলাকায় ইউপি সদস্যের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করি বলে আমাকে দুইটি মামলায় আসামি করা হয়েছে। ইউপি সদস্য ওই নারীকে মামলা করতে প্ররোচিত করেছেন। 


উভয় মামলার প্রথম স্বাক্ষী কদম বলেন, ঘটনার বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। তাদের মধ্যে কি কথা হয়েছে তারাই ভালো জানে। মামলা হওয়ার পর জানতে পারি, আমাকে স্বাক্ষী করা হয়েছে।


একই কথা জানান মামলার অপর দুই  সাক্ষী ইউসুফ এবং হেলাল।


মানববন্ধনে মামলার সাক্ষী ইউসুফ আলী বলেন, আমি মামলার বিষয়ে কিছুই জানি না। আমাকে যে সাক্ষী করা হয়েছে, সেটাও আগে জানতাম না।


এবিষয়ে মামলার বাদী ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, সাংবাদিক লালন আমার কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছে এটাই সত্য। যারা মানববন্ধনে বক্তব্য দিয়েছেন তারা আসামির বাবা, মা, ভাই।


তিনি আরও বলেন, লালনের ফেসবুক ভিডিও প্রথম ইউসুফ আমাকে দেখিয়েছিল, সে কারণে তাকে সাক্ষী করেছি। তবে তাকে আগে জানাইনি।


উল্লেখ্য, গত ৮ এপ্রিল পঞ্চগড় আদালতে দুইটি মামলা দায়ের করা হয়। এতে প্রধান আসামি করা হয় সাংবাদিক লালন সরকারকে। অপর দুই আসামি শাকিল ইসলাম ও হালিম। একটি মামলায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য নুরুজ্জামান অভিযোগ করেন, আশ্রয়ন প্রকল্পের ঘর ও জমি বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার শর্তে লালন তার কাছে দুই লাখ টাকা দাবি করেন।

অন্য মামলায়, হালিম নামে একজনের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের এক নারীকে ধর্ষণের অভিযোগে ২৯ মার্চ দেবীগঞ্জ থানায় মামলা হয়। পরবর্তীতে লালন সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে- তিনি ওই মামলার ভুক্তভোগীর ভিডিও সাক্ষাৎকার ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করে তার সম্মানহানি করেছেন।