lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-18T05:52:35Z
মতবিনিময় সভা

বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Advertisement


 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:  রাজশাহীর বাঘা উপজেলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায়  উপজেলা পরিষদ মিলনায়তনের সভা কক্ষে এ আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। 

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আকতারের সভাপতিত্বে ও উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মনসুর রহমানে সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফিয়া আখতার। স্বাগত বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, ডাক্তার আসাদুজ্জামান (আসাদ)।


সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নিরাপত্তা, পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।


জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন সর্বদা সচেষ্ট। জনসাধারণের মতামত নিয়ে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করলে তা বাস্তব ও কার্যকর হয়।


এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য বিরোধী ছাত্র, তাদের মতামত, সমস্যার কথা ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি  সাবিহা  সুলতানা ডলি, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু; উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,বাঘা উপজেলা  জামায়াত ইসলামের আমির আব্দুল্লাহ আল মামুন,বাঘা থানা তদন্ত ওসি সুপ্রভাত, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি।


উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ ধরনের সভার মাধ্যমে জনগণ ও প্রশাসনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হয় এবং এতে করে জনসেবার মান আরও উন্নত হয় বলেও সভায় বক্তারা মত প্রকাশ করেন।